• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০২১, ০৩:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০২১, ০৩:১৩ পিএম

সমুদ্রতীরে ভেসে এলো ‍‍‘রহস্যময় বস্তু‍‍’

সমুদ্রতীরে ভেসে এলো ‍‍‘রহস্যময় বস্তু‍‍’

হঠাত্‍ সমুদ্রতীরে ভেসে এসেছে ‘রহস্যময় বস্তু’! দক্ষিণ ক্যারোলিনার ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এই বস্তুটির ছবি প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে দেখা যাচ্ছে, রহস্যময় নরম তুলতুলে একটি বস্তু। আঙুলের মতো নানা অংশ রয়েছে এটির। সাদা রঙের ছোট ছোট বল দিয়ে পূর্ণ।

সম্প্রতি ফেসবুকে ছবিটি পোস্ট করে পার্ক কর্তৃপক্ষ। কয়েক মাস আগেই পাওয়া যায় এই বস্তুটি। যার পরিচয় শনাক্ত করতে না পেরে অন্যের সহায়তা চেয়েছেন ছবি পোস্ট করেন তারা। যদি কেউ এটা শনাক্ত করতে পারেন! তাই ওই ছবিতেই এই ‘রহস্য়ময় বস্তু’ কথাটা উল্লেখ করেছেন।

তবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, এটা স্কুইডের ডিমের থলি। স্কুইড হলো একধরনের সামুদ্রিক প্রাণী। এদের ‘কাটল ফিশ’ও বলা হয়।

প্রকাশিত ছবির নিচে অনেকেই মন্তব্য করেছেন। এর ভিন্ন ভিন্ন নামও দিয়েছেন। অনেকে আবার এই বস্তুর রহস্য় জানার চেষ্টা করেছেন। এদের মধ্যে মায়া গ্লুবপ্যানি নামে এক ব্যক্তি লিখেন, “এগুলো স্কুইডের ডিমই। এগুলোকে সমুদ্রে ফেরত পাঠান। তা হলে যথাসময়ে ডিম ফুটে বাচ্চা হবে।”