• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২৯, ২০২১, ০২:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০২১, ০৪:০২ পিএম

ভূমিকম্পের সময় যা করবেন

ভূমিকম্পের সময় যা করবেন

ভূমিকম্প হলেই ছোটাছুটি শুরু হয়ে যায়। আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে যেতে দুর্ঘনটাও ঘটে যায়। অনেকে আবার বুঝেও ওঠেন না এই পরিস্থিতিতে কী করবেন। এর জন্য় আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন। জেনে রাখা ভালো ভূমিকম্প হলে কী করণীয়।
 

  • বাড়ির বিদ্যুৎ ও গ্যাসলাইন বন্ধ করে দিন। 
  • ঘরের ওপরের তাকে ভারী জিনিসপত্র রাখবেন না।
  • পরিবারের সব সদস্যের জন্য হেলমেট রাখা যেতে পারে।
  • পরিকল্পিত বাড়িঘর নির্মাণের জন্য বিল্ডিং কোড মানতে হবে।
  • ভবনের উচ্চতা ও লোডের হিসাব অনুযায়ী শক্ত ভিত দেওয়া, রেইন ফোর্সড কংক্রিট ব্যবহার, পাশের বাড়ি থেকে নিরাপদ দূরত্বে বাড়ি নির্মাণ করতে হবে।
  • গর্ত ও নরম মাটিতে ভবন নির্মাণ না করা।
  • নিজেকে ধীরস্থির ও শান্ত রাখুন। বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ করবেন না।
  • সম্ভব হলে দৌড়ে বাইরে বের হয়ে যান। বহুতল ভবনে থাকলে টেবিল বা খাটের নিচে চলে যান।
  • কাঁচের জিনিসের কাছ থেকে দূরে থাকুন।
  • ভুলেও লিফট ব্যবহার করবেন না।
  • জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করবেন না। 
  • খোলা জায়গায় অবস্থান নিন। রাস্তায় নেমে গেলে উঁচু ভবন থেকে দূরে থাকুন।