• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০২১, ১১:৩৫ এএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০২১, ১০:৪৫ পিএম

ঘরের নানা কাজে লন্ড্রি ডিটারজেন্টের ব্যবহার

ঘরের নানা কাজে লন্ড্রি ডিটারজেন্টের ব্যবহার

বাড়িতে পরিষ্কারের কাজে লন্ড্রি ডিটারজেন্ট একটি শক্তিশালী ক্লিনিং এজেন্ট। এটি শুধু কাপড়ই পরিষ্কারে নয়, পরিবারের  অন্য জিনিসগুলো পরিষ্কারেও মাল্টিফাকশনাল হতে পারে। ঘরের এমন কিছু জিনিস আছে, যা আপনি লন্ড্রি ডিটারজেন্ট দিয়ে দিব্যি পরিষ্কার করতে পারেন।


ড্রেন পরিষ্কার করা

বেসিনের ড্রেন আটকে আছে? মিস্ত্রি ডেকে আনা এখন সম্ভব হচ্ছে না। ৬০ মিলিলিটার লন্ড্রি ডিটারজেন্টটি সিঙ্কে ঢালুন। এরপর এক লিটার পরিমাণ ফুটন্ত পানি ঢালুন। গরম পানি ও তরল ডিটারজেন্ট একসঙ্গে ড্রেন পরিষ্কার করবে। সহজেই কাজ হয়ে যাবে।

ঘরের সব স্থান পরিষ্কার করুন

ঘরের সব স্থান পরিষ্কার রাখতেও লন্ড্রি ডিটারজেন্টটি ব্যবহার করতে পারেন। ৪০ মিলিলিটার ব্লিচ পাউডার, ৪.৫ লিটার পানি এবং এক চা চামচ লন্ড্রি ডিটারজেন্ট একসঙ্গে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি স্প্রে বোতলে ভরে নিন। এটি ঘরের দেয়াল, বাথরুম কিংবা বাড়ির যেকোনো কিছুতে স্প্রে করে নিন। আশ্চর্যজনকভাবে কাজ করবে।

দাগ অপসারণ

লন্ড্রি ডিটারজেন্টটি শুধু কাপড়ের দাগই পরিষ্কার করে না। এটি গৃহসজ্জার সামগ্রী ও কার্পেটে থাকা দাগ পরিষ্কারেও দারুণ কাজ করে। দাগের ওপর পাউডার ডিটারজেন্ট প্রয়োগ করুন। কিছুক্ষণ রেখে দিন। এবার একটি ভেজা কাপড় দিয়ে আলতোভাবে ঘষে নিন। আরও ৫ মিনিট অপেক্ষা করুন। দাগ উঠে না যাওয়া পর্যন্ত পুনরাবৃত্তি করুন।

গাড়ি ধুয়ে নিন

লন্ড্রি ডিটারজেন্ট গাড়ির বাইরের অংশ পরিষ্কার করার জন্য বেশ কার্যকর। এটি সহজেই ময়লা অপসারণ করে। প্রতি বালতির পানিতে মাত্র এক চামচ লন্ড্রি ডিটারজেন্ট যথেষ্ট। ভালোভাবে মিশিয়ে নিন। বেশি ঘন করা যাবে না। তাহলে গাড়ির রঙের ক্ষতি হতে পারে। 


ঘরের মেঝে পরিষ্কার

লন্ড্রি ডিটারজেন্টে থাকা এনজাইমগুলো ঘরের মেঝে থেকে ময়লা অপসারণে দুর্দান্ত কাজ করে। বালতিতে গরম পানি ও এক চামচ লন্ড্রি  ডিটারজেন্ট মিশিয়ে নিন বা পানিতে শুধু সামান্য ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিতে পারেন। ভালো ভাবে মিশিয়ে নেবেন। এরপর মব দিয়ে বা কাপড় দিয়ে পুরো ঘর মুছে নিন।


ওভেন র‌্যাক

আপনার চুলা বা ওভেনের র‌্যাক কি চিটচিটে হয়ে গেছে? লন্ড্রি ডিটারজেন্ট এর সমাধান! চিটচিটে র‌্যাকগুলো একটি বাথটব বা বালতিতে গরম পানিতে ভিজিয়ে রাখুন। এতে ১৮০ মিলিলিটার লন্ড্রি ডিটারজেন্ট যুক্ত করুন। সারা রাত ভিজিয়ে রাখুন। এরপর ময়লাগুলো স্পঞ্জ বা নরম ব্রাশ ঘষে নিন। পানি দিয়ে পরিষ্কার করুন। নতুনের মতো ঝলমল করবে।

পোশাকের কঠিন দাগ

পোশাকের কঠিন দাগগুলো লন্ড্রি ডিটারজেন্টের সাহায্যে পরিষ্কার করতে পারেন। সরাসরি দাগের ওপরে তরল ডিটারজেন্ট ঢালুন। ধীরে ধীরে ঘষুন। একটি টুথব্রাশ ব্যবহার করতে পারেন।পোশাকটি যথারীতি ধুয়ে ফেলুন। দেখবেন, দাগ চলে গেছে!