• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০১:১১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০২১, ০৭:১৩ পিএম

বায়তুল মোকাররমে ঈদে ৫ জামাত

বায়তুল মোকাররমে ঈদে ৫ জামাত
ফাইল ছবি

বুধবার (২১ জুলাই) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতে ঈদের নামাজ আদায় হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে।

রোববার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।  

প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে।

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ১২ জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব, ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

জাগরণ/এমএ