• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ১১:৩৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০২১, ০৫:৩৭ পিএম

টোটকা

চেহারার জেল্লা বাড়ায় হলুদ

চেহারার জেল্লা বাড়ায় হলুদ
প্রতীকী ছবি

নিয়মিত পার্লারে গিয়ে রূপচর্চার অভ্যাস এখনও ফেরেনি। মহামারিতে সে অভ্যাসে খানিকটা বদল এসে গিয়েছে। কিন্তু এখন আর গত বছরের মতো সর্বক্ষণ বাড়ি বসে থাকাও হচ্ছে না। অল্প অল্প করে কাজে কিংবা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন। ফলে কোথাও বেরোনোর সময়ে হঠাৎ চিন্তা হচ্ছে নিজেকে কেমন দেখাচ্ছে, তা ভেবে।

এমন চিন্তা দূর করা যায় ঘরোয়া একটি উপায় বেছে নিলেই। নিয়মিত ফেশিয়াল করার সুযোগ না পেলেও দিব্যি ঝলমল করবে ত্বক। 

কী করবেন?

রান্নাঘরে কাজের মাঝেই বানিয়ে ফেলুন একটি প্যাক। কী থাকবে তাতে? সামান্য হলুদ। সঙ্গে লবণআর যে কোনও তেল। ঘরে মধু থাকলে, তা-ও অল্প দিয়ে দিতে পারেন এতে। রোজ স্নানের আগে মিনিট দশেক মুখ এবং গলায় ভাল ভাবে মেখে নিন এই প্যাক। দশ মিনিট মেখে রাখার পরে স্নানে যান।  পানি দেয়ার আগে ভালভাবে ঘষে নিন হলুদ আর লবণের প্যাক।

নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বকে জমে থাকা আলগা ময়লা চলে যাবে। সঙ্গে দূর হবে দাগ-ছোপ। হলুদ ত্বকের যে কোনও দাগ তাড়াতে সক্ষম। আর মধু এবং তেলের প্রভাবে ত্বক হবে তুলতুলে। সবে মিলে জেল্লা বাড়বে চেহারার। আনন্দবাজার।

জাগরণ/এসএসকে/এমএ