• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০২:০২ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৮:০৩ এএম

কারিনার মতো ত্বক পেতে চান?

কারিনার মতো ত্বক পেতে চান?
কারিনা কাপুর

ত্বক দেখলেই হিংসা হয়। যেন জল পড়লে পিছলে যাবে। তারকারা এমনই। সে মুম্বাইয়ের কারিনা-ক্যাটরিনা হোন, কিংবা টলি-পাড়ার কোয়েল, শুভশ্রী। কী যে মাখেন তারা? বাড়ি বসে রোজ মুখের ব্যায়াম করে আর মধু-চন্দন লাগিয়েও তার ধার কাছে পৌঁছনো যায় না। এমন ত্বকের পিছনে কিছু রহস্য তো আছেই। কী গোপন করেন তারকারা? জেনে নেয়া যাক কয়েকটি ফন্দি। যা মেনে চললে পুজোর আগে দিব্যি জেল্লা বাড়বে ত্বকের। আনন্দবাজার অবলম্বনে মাওলা আলি

.......

● সানস্ক্রিনের গুরুত্ব কখনও উপেক্ষা করলে চলবে না। রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখা অতি জরুরি। তবে ত্বক ভাল থাকবে।

● শুধু মুখ নয়, ঘাড়েরও যত্ন নিতে হবে। ঘাড়ের ত্বকও মুখের মতো পাতলা। যত্নের অভাবে তাড়াতাড়ি ভাঁজ পড়ে যায়। তাতে চেহারার জেল্লা কমে।

● মাঝেমধ্যেই মুখে বরফের টুকরো ঘষে নিন। তাতে ত্বক নরম হবে। ত্বকের তেলতেলে ভাবও উধাও হবে।

জাগরণ/এমএ