
রাজধানীর জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় শুরু হয়ে নামাজ শেষ হয় ৮টা ৩৭ মিনিটে।
দুই বছর পর জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হলো।
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গত দুই বছর সেখানে নামাজ পড়েননি মুসল্লিরা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবার ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে।
এই জামাতে ইমাম হিসেবে ছিলেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ ইসহাক।
ঈদের প্রথম জামাতে সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া প্রার্থনা করা হয়। দোয়া হয় দেশ-জাতির সমৃদ্ধির জন্য। করোনা মহামারির সঙ্কট থেকে বেরিয়ে এসে দেশের অর্থনীতি যেন আবারও শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায়, সেই প্রার্থনাও করেন কেউ কেউ।
জাগরণ/জীবনযাপন/ধর্ম/এমএ