• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ১২:৩১ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২৩, ১২:৩১ এএম

সপ্তম দফায় বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময়

সপ্তম দফায় বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময়
ছবি ● ফাইল ফটো

বাংলাদেশের হজযাত্রী নিবন্ধন ষষ্ঠ দফাতেও পূরণ না হওয়াতেও আবারও নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধবার (৫ এপ্রিল) পর্যন্ত হজ নিবন্ধনের সময় আবারও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। 

বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দফায় বাড়ানো হজ নিবন্ধন করার শেষ দিন। এদিন বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এ হিসাবে নিবন্ধনে এখনও বাকী রয়েছে আরও ৯ হাজার ৫০ জন।

জাগরণ/জীবনযাপন/ধর্ম/পবিত্রহজনিবন্ধন/এসএসকে