• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ১১:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২৩, ১১:৫৪ পিএম

সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে। 

বৃহস্পতিবার তামিরে ঈদের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে আরব নিউজ ও সৌদি গেজেট। ফলে শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ। 

তবে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ উযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্তত আটটি দেশ। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই, এমন কথা জানিয়েছিলেন ১৩টি আরব দেশের ২৫ জন জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

শুক্রবার যদি বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়, তাহলে রমজান মাস ২৯ দিনে শেষ হয়ে ঈদ হবে শনিবার। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে ঈদ হবে রোববার। 

জাগরণ/জীবনযাপন/পবিত্রঈদুলফিতর/কেএপি