• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ১২:৪২ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০২৩, ১২:৪২ এএম

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন
ছবি ● প্রতীকী

সৌদি আরবের আকাশে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস বা হজ অনুষ্ঠিত হবে ও ২৮ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

এর আগে ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন ঈদ উদযাপিত হবে।

 ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দু’টি ধর্মীয় উৎসবের একটি। চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়। ঈদুল আজহার অর্থ হলো ‘ত্যাগের উৎসব’। ঈদুল আজহার মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। এদিন বিশ্বের মুসলিমরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদের নামাজ আদায় করেন এবং স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কুরবানি দেন।

ইসলামী চন্দ্র পঞ্জিকায় ঈদুল আজহা জিলহজের ১০ তারিখে পড়ে। তবে আন্তর্জাতিক (গ্রেগরীয়) পঞ্জিকায় এ তারিখ প্রতি বছর ভিন্ন হয়। সাধারণত এক বছর থেকে আরেক বছর ১০ বা ১১ দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে। 

জাগরণ/জীবনযাপন/পবিত্রঈদুলআজহা/এসএসকে