নুসরাতের যৌন হয়রানি মামলার শুনানি ৫ আগস্ট

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ১২:৪৭ পিএম নুসরাতের যৌন হয়রানি মামলার শুনানি ৫ আগস্ট

ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির যৌন হয়রানি মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদদৌলার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির দিন আগামী ৫ আগস্ট ধার্য করেছেন আদালত।

বুধবাবার (১৭ জুলাই) সকালে শুনানির এই নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

এর আগে, গত ৯ জুলাই দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করে অভিযোগ গঠনের জন্য ১৭ জুলাই দিন ধার্য করেন।

৩ জুলাই বিকালে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহ আলম আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক মামলাটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে হস্তান্তর করেন।

উল্লেখ্য, ২৭ মার্চ সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদদৌলা ওই মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। এ ঘটনায় নুসরাতের মা সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

একেএস
 

আরও সংবাদ