• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ০৬:১৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০১৯, ০৬:১৫ পিএম

নুসরাত হত্যা মামলায় আসামি শামীমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নুসরাত হত্যা মামলায় আসামি শামীমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
নুসরাত হত্যায় জড়িত তার আরেক সহপাঠী ঘাতক শামীম

ফেনী সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িত তার আরেক সহপাঠী ঘাতক শামীমকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘটনাটি নিশ্চিত করেন পিবিআই পরিদর্শক মো. শাহ আলম। 

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক মো. শাহ আলম ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে শামীমকে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড চায়। আদালত ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৫ এপ্রিল) বিকালে সোনাগাজী উপজেলার পশ্চিম তুলাতলি গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে আলী জমাদার বাড়ির কৃষক মো. সফি উল্লাহর ছেলে। শামীম সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী। সে নুসরাতের সহপাঠী। পিবিআই পরিদর্শক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। 

পরিদর্শক শাহ আলম জানান, মামলা এজহারভুক্ত আসামি নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম ও আবদুর রহিম শরীফের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শামীমের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

টিএফ