গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৯:৫১ পিএম গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমাণীগঞ্জ ও মহিমাগঞ্জ ইউনিয়নে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার (২১ জুলাই) বেলা ১১টায় গুমাণীগঞ্জ ইউনিয়নের খরিয়া গ্রামের কুয়েত প্রবাসী শাহ আলমের স্ত্রী তার দুই বছরের শিশু নিশাতকে বাড়ির উঠানে বসিয়ে রেখে উঠান ঝাড়ু দিচ্ছিলেন। একপর্যায়ে নিশাতের মা লক্ষ করেন শিশুটি সেখানে নেই। এরপর বাড়ির চারপাশে খোঁজ করে শিশুটিকে না পেয়ে তিনি প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেন। এ সময় প্রতিবেশীরা মিলে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খালে আসা বন্যার পানি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।

অন্যদিকে একই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছা. জান্নাতি খাতুন বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করার সময় ডুবে গেলে তার মৃত্যু হয়। জান্নাতি মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের আব্দুল মজিদের মেয়ে বলে জানা গেছে।

মহিমাগঞ্জ ইউনিয়নের ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনে আরা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এনআই

আরও সংবাদ