সোনারগাঁয়ে ডাকাত সরদারসহ গ্রেফতার ৩

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০৫:১৩ পিএম সোনারগাঁয়ে ডাকাত সরদারসহ গ্রেফতার ৩
সোনারগাঁয়ে গ্রেফতারকৃত তিন ডাকাত  -  ছবি : জাগরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সরদার রহিম ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ জুলাই) তাদের উপজেলার বৈদ্যেরবাজার মাছঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে।

আটককৃত ডাকাত সরদার আ. রহিম (৪৫) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঝাউচর গ্রামের শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতির মামলা রয়েছে। তার সহযোগী রুবেল (৩২) নরসিংদীর মাধবদী থানার চরমাধবদী গ্রামের খলিল মিয়ার ছেলে ও মো. সজীব (২৬) একই এলাকার গঙ্গাচর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার বৈদ্যেরবাজার মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সরদার আ. রহিমসহ তার দুই সহযোগী রুবেল ও সজীবকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৪৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এনআই

আরও সংবাদ