• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৯, ২০১৯, ০৯:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০১৯, ০৯:০৭ পিএম

সোনারগাঁয়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকায় মঙ্গলবার (৯ জুলাই) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর ফলে দুটি ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় চার হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন। তিনি বলেন, সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকার তিতাসের প্রধান লাইন (পাইপ) থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের মানুষ গ্যাস ব্যবহার করছিল। ওই এলাকায় অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়ায় প্রায় চার হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অবৈধ সংযোগ বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী জাফরুল আলম, উপপ্রকৌশলী মেজবা রহমান, সহকারী প্রকৌশলী তানভীর হাসান, সহকারী ব্যবস্থাপক সারোয়ার হোসেন প্রমুখ।

এনআই

আরও পড়ুন