হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫০

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০২:১৮ পিএম হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই কলেজ ছাত্রের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের দুই ছাত্র নাসির মিয়া ও কাপ্তান বিল্লাহ্র মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তারা উভয়ই উপজেলার ফিরোজপুর গ্রামের বাসিন্দা। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এদিকে, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসা নিতে এসে আবারও দুই পক্ষের লোকজন সংর্ঘে জড়িয়ে পরে। এ সময় ৬ দাঙ্গাবাজকে আটক করে পুলিশ। এ ঘটনায় হাসপাতালে আসা অন্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত জনতা সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন।

আটককৃতরা হলেন- মুহিত মিয়া, হাফিজ উদ্দিন, এরশাদ আলী, মো. পারভেজ, গণি মিয়া, মহসিন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এছাড়া হাসপাতালে সংঘর্ষে জড়ানোর কারণে ৬ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।

তিনি বলেন- ‘পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কেএসটি

আরও সংবাদ