• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০২:০২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০১৯, ০২:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বিলকেন্দাই গ্রামে  দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আব্দুর রউফ (৭৫) ও মলাই মিয়া (৪৫)। 

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ (৭৫) এর মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে আহতাবস্থায় ঢাকায় নেয়ার পথে মলাই মিয়া মারা যায়। নিহত দু’জনই বিলকেন্দাই এলাকার বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাষ্টার বাড়ি ও খন্দকার বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র তাদের বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ সময় মাষ্টার বাড়ির লোকজনের হামলায় খন্দকার বাড়ির মলাই মিয়া ও আব্দুর রউফ গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মলাই মিয়া মারা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থা মঙ্গলবার সকালে আব্দুর রউফ মারা যায়। ঘটনার পর থেকেই বিলকেন্দাই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় ইন্ধনদাতাসহ সকলেই আইনের আওতায় আসবে। 

কেএসটি

আরও পড়ুন