৭২ ঘণ্টায় ১৯ ডেঙ্গু রোগী ঝিনাইদহে

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১, ২০১৯, ০৩:০৭ পিএম ৭২ ঘণ্টায় ১৯ ডেঙ্গু রোগী ঝিনাইদহে

ঝিনাইদহ জেলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গ্রাম ও শহরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ। ঝিনাইদহ সদর হাসপাতালে গত ৭২ ঘণ্টায় ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই নিয়ে ঝিনাইদহে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। 

ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান অফিস খবরের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার জানান, গত ৭২ ঘণ্টায় সদর হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে বর্তমানে ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। 

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, জেলায় ডেঙ্গু পরিস্থিতির কিছুটা অবনতি হলেও আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এটা একটা স্বাভাবিক রোগ হিসেবে ঝিনাইদহ সদর হাসপাতালেই চিকিৎসা ও বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তারা ১৫ জন রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান সিভিল সার্জন।

কেএসটি

আরও সংবাদ