চাঁদপুরের শহর রক্ষা বাঁধে ধস

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৪, ২০১৯, ০৮:৪৯ এএম চাঁদপুরের শহর রক্ষা বাঁধে ধস

চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজার হরিসভা এলাকায় মেঘনা নদীর ভাঙন দেখা দিয়েছে।   

শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে হরিসভা মন্দির কমপ্লেক্স গেইটের সম্মুখ স্থান দিয়ে হঠাৎ শহর রক্ষা ব্লক বাঁধ ধসে পরে। মুহূর্তের মধ্য মরণ সাহার বাড়ির ছয়টি বসতঘর নদীতে বিলীন হয়ে যায়। হরিসভা রাস্তাসহ আশপাশের এলাকাজুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বহু স্থাপনা নদীতে চলে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ব্যাপক নদী ভাঙনের খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও স্থানিয় কাউন্সিলর ছিদ্দিকুর রহমান ঢালী, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শহীদ হোসেন, এসআই জাহাঙ্গীর আলমসহ হরিসভা মন্দির কমিটি, লোকনাথ মন্দির কমিটির লোকজনসহ শত শত মানুষ সেখানে ছুটে যান। ভাঙনের মুখে থাকা ঘর বাড়ি ভেঙে সরিয়ে ফেলা হচ্ছে।

নদী ভাঙন খবরটি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও কয়েক দফা ভাঙনের শিকার হয় হরিসভা এলাকা। প্রতিবারই পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে কাজ করেছেন। আবারও সেখানে ভাঙন শুরু হওয়ায় হরিসভা, মধ্যশ্রীরামদী ও পশ্চিম শ্রীরামদী এলাকাটি এখন মারাত্মক হুমকির সম্মুখীন।

কেএসটি

আরও সংবাদ