যমুনায় নৌকাডুবির ৩ দিন পর ২ নারীর মৃতদেহ উদ্ধার

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১০, ২০১৯, ০৫:২০ পিএম যমুনায় নৌকাডুবির ৩ দিন পর ২ নারীর মৃতদেহ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনায় ৩০ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩ দিন পর আরো ২ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার প্রজাপতি চরে যমুনা নদীর পাড়ে ফজলুল হকের স্ত্রী কাঞ্চন বালা (৪৫) ও শকমল আলীর স্ত্রী আকন বিবির (৬০) অর্ধগলিত মৃতদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে। উদ্ধারকৃত দুজনেরই বাড়ি দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়নের চর হালকার হাবড়াবাড়ি গ্রামে।

নিখোঁজ দুজনের মৃতদেহ উদ্ধার নিশ্চিত করেছেন বাহাদুরাবাদ নৌ থানার ওসি মিজানুর রহমান। নৌকাডুবিতে ৩০ জন যাত্রীর মধ্যে ২৪ জন জীবিত উদ্ধার ও গত দুই দিনে ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।

প্রসঙ্গত, বুধবার (৭ আগস্ট) রাতে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল উত্তোলন করে চর হালকা হাবড়াবাড়ি ফেরার পথে টিনের চরে পৌঁছালে বৈরী আবহাওয়ার মুখে ৩০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজের ঘটনায় চর হালকা হাবড়াবাড়ি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের লোকজনের মধ্যে চলছে মাতম।

এনআই

আরও সংবাদ