• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৯, ২০১৯, ০২:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৯, ২০১৯, ০২:৩৭ পিএম

যমুনায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৬ 

যমুনায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৬ 

জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ফুটানি বাজার ঘাট থেকে ভিজিএফ এর চাল নিয়ে ৩০ নারী-পুরুষ বাড়ি ফেরার পথে যমুনা নদীর টিনারচর এলাকায় নৌকা ডুবির ঘটনায় এখনও ৬ জন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দুই দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে ২৪ জনকে জীবিত উদ্ধার করে। 

নিখোঁজরা হলেন-  মৃত দিলদার শিকদারের ছেলে মো. শহীদ শিকদার (৪৫), মো. ফজল হকের স্ত্রী কাঞ্চনমালা (৪৫), মৃত মজিবর রহমানের স্ত্রী রেজিয়া (৪৫), নয়ন (৮), মো. তৈয়ব আলীর ছেলে দুলাল (৩০) ও মো. ছম্মান আলীর স্ত্রী মোছা. আঁকন বিবি (৬৫)। 
এদের বাড়ি  দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের চরহালকা হাবড়াবাড়ী গ্রামে। তবে নিখোঁজদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত কেউ কিছু বলতে পারছে না। তীব্র স্রোত ও প্রচণ্ড বাতাসের কারণে ৬ জন নিখোঁজ রেখেই উদ্ধার কাজ সাময়িকভাবে স্থগিত করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। 

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ নূর উদ্দিন ওলি জানিয়েছেন, উদ্ধার অভিযানের নেতৃত্ব দানকারী দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফার নির্দেশে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। ঘটনাস্থলের ৩০ কিলোমিটার পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েছে। কোথাও জীবিত বা মৃতদেহের হদিস পাওয়া যায়নি। তার ধারণা, নিখোঁজরা সম্ভবত বেঁচে নেই। আমরা সবসময় প্রস্তুত রয়েছি জীবিত অথবা মৃত নিখোঁজদের সন্ধান পেলে উদ্ধার করা হবে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান স্থগিত থাকলেও শুক্রবার সকালে স্থানীয়দের নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় নিখোঁজদের সন্ধান চালিয়েছি। তাদের ভাগ্যে কি ঘটেছে বলা যাচ্ছে না। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। 

কেএসটি

আরও পড়ুন