সৈকতে ভেসে যাওয়া মাদ্রাসাছাত্রের মৃতদেহ উদ্ধার

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৯, ০২:২৮ পিএম সৈকতে ভেসে যাওয়া মাদ্রাসাছাত্রের মৃতদেহ উদ্ধার
সৈকত থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্র মোহাম্মদ আলী  -  ছবি : জাগরণ

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সি-বিচে ফুটবল খেলতে গিয়ে সাগরে ভাটার স্রোতে ভেসে যাওয়া মাদ্রাসাছাত্র মোহাম্মদ আলীর (১৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে এই ছাত্রের মৃতদেহ পাওয়া যায়। সে টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমিজ আহমদের ছেলে ও গোদারবিল বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

বুধবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে টেকনাফ জিরো পয়েন্টে ফুটবল খেলতে গিয়ে ভাটার স্রোতে সাগরে নিখোঁজ হয় মোহাম্মদ আলী। পরিবারের পক্ষ থেকে জানা যায়, বুধবার বিকেলে সমবয়সী একদল কিশোর ফুটবল খেলছিল সৈকতে। খেলার একপর্যায়ে বলটি পানিতে গিয়ে পড়লে সেটি আনতে যায় মোহাম্মদ আলী। এ সময় সাগরের স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে সে।
মৃতদেহটি উদ্ধার করার জন্য আসেন কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

টেকনাফ থানার দায়িত্বরত অফিসার এসআই কামরুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া শিশুটির পরিবারের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনআই

আরও সংবাদ