গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৭:২৯ পিএম গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহতদের কয়েকজন - ছবি : জাগরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভরেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কবির হাসান খান জানান, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস আনন্দ পরিবহন ব্রেক ফেল করে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ বাধলে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা যান।

গুরুতর আহত অবস্থায় আরো পাঁচজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এনআই

আরও সংবাদ