বিক্ষোভ, ভাঙচুর

যাত্রীবাহী বাসচাপায় স্কুলছাত্র নিহত 

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৩:১৩ পিএম যাত্রীবাহী বাসচাপায় স্কুলছাত্র নিহত 

ভোলার লালমোহনে গুলজার পরিবহন নামের একটি ঘাতক বাসের চাকায় পৃষ্ট হয়ে মো. শরীফ (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় লালমোহন পৌর শহরের মুসলিম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও লালমোহন পৌরসভা ৬নং ওয়ার্ড এলাকার মো. কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার পরে নিহত শরীফের সহপাঠী ও লালমোহন পৌর শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘাতক বাস চালককে আটকের দাবিতে ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। উত্তেজিত ছাত্র-ছাত্রীরা দুটি বাস ও একটি অটো বোরাক ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন। তবে ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়, ঘাতক বাস চালককে প্রেপ্তার না করা পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।

লালমোহন থানার এসআই মো. ছায়েদুল জানান, শরীফ সকালে প্রাইভেট থেকে ফেরার পথে চরফ্যাশন থেকে ছেড়ে আসা গুলজার পরিবহন নামের একটি বাস পৌর শহরের মুসলিম হোটেলের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শরীফ। ঘাতক বাসটি আটক করছে পুলিশ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, নিহত শরীফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কেএসটি

আরও সংবাদ