বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৫:৩৬ পিএম বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে বিএসএফের নির্যাতনে কামাল হোসেন (৩২) নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে বিএসএফ ওই যুবকের মরদেহ বাংলাদেশ সীমানায় ফেলে দিলে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে  পুলিশ সীমান্তের ৩৭০ নম্বর পিলার এলাকা থেকে তা উদ্ধার করে।

নিহত কামাল হোসেন হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, নিহত কামাল সদলবলে ভারতীয় গরু আনতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কাঁঠালডাঙ্গী সীমান্ত  দিয়ে ভারতে প্রবেশ করেন। ওই সময় ভারতের নারগাঁও সীমান্ত ক্যাম্পের সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে এলেও কামাল পালাতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন। তারকাঁটা পেরিয়ে ভারতে প্রবেশ করার অপরাধে বিএসএফ তাকে বেধড়ক মারধর করে। এতে তার মৃত্যু হলে বিএসএফ ওই যুবকের লাশ সীমান্তের ৩৭০ নং মেইন পিলার এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ সীমানায় ফেলে দেয়।

পরে শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। হরিপুর থানার ওসি আমিরুজ্জামান নিহত কামালের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকার কথা স্বীকার করে বলেন, কামাল শারীরিক নির্যাতনে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম সামিউন্নবী চৌধুরী বলেন, ‘কাঁঠালডাঙ্গী সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধারের সংবাদ পেয়েছি। বিএসএফ হত্যার কথা অস্বীকার করায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

এনআই

আরও সংবাদ