হাসপাতালের বারান্দা থেকে নবজাতক শিশু উদ্ধার

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১০:২১ এএম হাসপাতালের বারান্দা থেকে নবজাতক শিশু উদ্ধার

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় এক নবজাতক কন্যা শিশুকে ফেলে গেছে অজ্ঞাতরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী খাদিজা শিশুর কান্না শুনে বারান্দায় যায়। সেখানে কন্যা শিশুটিকে একটি সিটের নিচে কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে অভিভাবক না পেয়ে খাদিজা কর্তব্যরত সেবিকা ও চিকিৎসকদের অবহিত করেন।

এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন হাসপাতালে ভিড় করে। হাসপাতাল কর্তৃপক্ষ অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির কোন অভিভাবক শনাক্ত করতে পারেনি।

রাত ১২টার দিকে সোনাগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন বয়সী শিশুটিকে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর জিম্মায় ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এদিকে, গত ৮ সেপ্টেম্বর রাতেও ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আনন্দপুর এলাকায় ব্যাগের ভেতর থেকে আরেকটি শিশু উদ্ধার করে স্থানীয় লোকজন। বর্তমান সেই শিশুটিও স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের তত্ত্বাবধানে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কেএসটি

আরও সংবাদ