• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৮:২৯ এএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০১৯, ০৮:২৯ এএম

শিশু হাসপাতালের টয়লেটে পাওয়া শিশুটি সুস্থ রয়েছে

শিশু হাসপাতালের টয়লেটে পাওয়া শিশুটি সুস্থ রয়েছে


রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার করা শিশুটি সুস্থ আছে। তাকে শিশু হাসপাতালের এনটিনেটাল বা নবজাতক ওয়ার্ডের সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, হাসপাতালের টয়লেটে এক নবজাতককে পড়ে থাকতে দেখে রোগীর স্বজনরা সংশ্লিষ্ট হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে জানান। ওই এরপরই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, নবজাতকটি দুই দিনের বলে ধারণা করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় হাসপাতালটির ওয়ার্ড মাস্টার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চিকিৎসকের বরাত দিয়ে ওয়ার্ড মাস্টার বলেন, নবজাতকটি মোটামুটি সুস্থ আছে। তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এম এ হাকিম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। আজ বুধবার সকালে সেখানকার সিসিটিভির ফুটেজ দেখে শিশুকে বহনকারী শনাক্ত এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

এইচ এম/আরআই