কলেজছাত্র শিবলু হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৯, ০৪:০০ পিএম কলেজছাত্র শিবলু হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

খুলনার সরকারি বিএল কলেজের ছাত্র আব্দুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লা (২৭) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। মামলার ১৪ আসামির মধ্যে ১২ জনকে খালাস দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আরিফ শেখ (২৮) ও রহমত (২২)। সাজাপ্রাপ্ত আসামিরা দুই সহোদর। তারা দেয়ানা পূর্ব পাড়া হাসপাতঅল মোড়ের আমির আলী শেখের ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন- কাশেম (২৫), আবুল হোসেন (৪০), আবুল হাসান (৪০), আবু হানিফ (৩৬), পুলিশ কনেস্টবল মো. গোলাম মোস্তফা ওরফে বিপ্লব (৪৫), বাবু (২৫), ইউসুফ (২৪), জসিম (৩২), বাবু (২৫), জুয়েল ওরফে কসাই জুয়েল (৩০),  মো. শহিদুল ইসলাম (৫০) ও এনামুল শেখ ওরফে ইমা (২৬)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা মো. ফারুকুজ্জামান ওরফে বাবু মোল্লা বাদি হয়ে ১৪ জনে নাম উল্লেখ করে মামলা করে। মামলায় তনদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শেখ আবু বকর ২০১৮ সালের ৮ মার্চ চার্জশিট দেন। ৪২ জন সাক্ষীর মধ্যে ৩৭ জন সাক্ষ্য দিয়েছেন। 

কেএসটি

আরও সংবাদ