• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩০, ২০১৯, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩০, ২০১৯, ০৩:৫৮ পিএম

প্রকৌশলী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকৌশলী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রকৌশলী গোলাম সারোয়ার রাজীব হত্যা মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত রাজীবের চাচাতো ভাই রুবেল মিয়া ও তার সহযোগী খায়রুল বাশার।

আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহত রাজীবের বাবা গোলাম হোসেন জানান, ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে আপিল করবেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে ঈদের আগের দিন ৫ জুলাই বিকেলে বাড়ির সামনে থেকে অপহরণ করা হয় রাজীবকে। পরদিন কুমিল্লার গৌরীপুরের পেন্নাই এলাকা থেকে পুলিশ তার লাশ অজ্ঞাত হিসেবে উদ্ধার করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজিবের ছবি দেখে তার গোলাম হোসেন ছেলের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। 

গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্ত করতে গিয়ে নিহতের চাচাতো ভাই রুবেল মিয়া ও তার সহযোগী খায়রুল বাশারকে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পায়। 

পরে গোয়েন্দা পুলিশ এই দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পারিবারিক কলহ ও জমিজমাবিষয়ক দ্বন্দ্বের জের ধরে রাজীবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগপ্রত্রে উল্লেখ করা হয়।

কেএসটি