নোয়াখালীতে তাবলিগ জামাতের ১৪ সদস্যকে অচেতন করে চুরি

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৯, ০৪:৫৯ পিএম নোয়াখালীতে তাবলিগ জামাতের ১৪ সদস্যকে অচেতন করে চুরি
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাবলিগ জামাতের ১৪ সদস্য - ছবি : জাগরণ

নোয়াখালীর কবিরহাটে তাবলিগ জামাতের সাথির বিরুদ্ধে ১৪ জন সাথিকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট জামে মসজিদে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন শুক্রবার (৮ নভেম্বর) সকালে অসুস্থ তাবলিগ জামাতের ১৪ জন সদস্যকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে বলছে, তারা সবাই আশঙ্কামুক্ত।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, দুই দিন আগে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৫ জন সদস্য এখানে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ভাতের সাথে পাতলা ডাল খেয়ে সবাই অচেতন হয়ে পড়েন। ঘটনার পর তাবলিগ জামাতের ময়মনসিংহের রুবেল নামের এক সদস্য পলাতক রয়েছেন। পুলিশ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ ঘটনায় ভুক্তভোগী সদস্যরা বলছেন, পলাতক রুবেল তাদের জামাতের সফরসঙ্গী ছিলেন। তিনি বৃহস্পতিবার রাতে সবাইকে ভাতের সাথে ডাল খাইয়েছিলেন। ভুক্তভোগীরা ধারণা করছেন, ডালের সাথে অচেতন হওয়ার মতো কোনো দ্রব্য খাইয়ে এ ঘটনা ঘটিয়েছেন রুবেল। পলাতক রুবেল তাবলিগ জামাতের সাদ গ্রুপের সদস্য বলে দাবি করেন ভুক্তভোগী তাবলিগ জামাতের সদস্যরা।

এনআই

আরও সংবাদ