বেনাপোলে ৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ১২:৪৫ পিএম বেনাপোলে ৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ৮টি স্বর্ণেরবারসহ রবিউল ইসলাম জামির (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটককৃত জামির যশোর কোতয়ালী থানার লোনঅফিস পাড়া এলাকার মনির উদ্দিনের ছেলে।

যশোর-৪৯ বিজিবির আমড়াখালি চেকপোস্টের হাবিলদার শফিকুল ইসলাম জানান, পাচারকারী স্বর্ণ বার নিয়ে একটি সিএনজিতে করে বেনাপোলে যাচ্ছিল। আমড়াখালি বিজিবি চেকপোস্টে আসলে তার গতিবিধি দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি করে প্যান্টের বেল্টের ভিতর থেকে ৮ পিস স্বর্ণ বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৮০০ গ্রাম। স্বর্ণেল বাজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা বলে জানান বিজিবি। দুপুরে আটককৃতদের নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

কেএসটি

আরও সংবাদ