মাধবপুরে শিল্প-কারখানায় আগুন, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৪:৫৮ পিএম মাধবপুরে শিল্প-কারখানায় আগুন, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
আগুনে পুড়ে যাওয়া লেমিনেশন মেশিন  -  ছবি : জাগরণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় নির্মিত জাজ রোটুপ্লেক্স নামের একটি শিল্প-কারখানায় অগ্নিকাণ্ডে লেমিনেশন মেশিন পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই শিল্প-কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জাজ রোটুপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান জানান, সকাল ১০টার দিকে লেমিনেশন মেশিন চলার সময় রোলারের ঘর্ষণের ফলে আগুনের ফুলকা রাসায়নিক পদার্থের মধ্যে পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা লেমিনেশন মেশিনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ৫০ লাখ টাকার মেশিনটি সম্পূর্ণ পুড়ে গেছে। কারখানার শতাধিক শ্রমিকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কারখানার কয়েকজন শ্রমিক আহত হন। ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।

জাজ রোটুপ্লেক্সের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে মেশিন পুড়ে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, দ্রুত আগুন নেভানো না গেলে বড় ধরনের ক্ষতি হতো।

এনআই

আরও সংবাদ