• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০১:১০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০১৯, ০৪:২৬ পিএম

গাজীপুরে মাইওয়ান ফ্রিজ কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরে মাইওয়ান ফ্রিজ কারখানায় ভয়াবহ আগুন
মাইওয়ান মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় আগুনের লেলিহান শিখা  -  ছবি : জাগরণ

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে মাইওয়ান মিনিস্টার ফ্রিজ কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ধীরাশ্রম এলাকায় সকাল ৭টার দিকে মাইওয়ান মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর, কালিয়াকৈর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন মুহূর্তের মধ্যে কারখানার ৬ তলা গুদামসহ আশপাশের গুদামে ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভবনটির নিরাপত্তাকর্মী শামিম বলেন, ‘শুক্রবার কারখানা বন্ধ ছিল। ভোরে হঠাৎ করে আগুন দেখে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কারখানায় এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ভবনটির ষষ্ঠ তলায় কারখানার গুদাম। সেখানে তৈরি ফ্রিজ, টেলিভিশন, রাইস কুকারসহ বিভিন্ন পণ্য মজুদ রয়েছে।’

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

এনআই

আরও পড়ুন