আত্রাইয়ে ভুয়া ডাক্তারের ৩০ হাজার টাকা জরিমানা

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৪:২৪ পিএম আত্রাইয়ে ভুয়া ডাক্তারের ৩০ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে ওই ক্লিনিক মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম এ জরিমানা আদায় করেন।

জানা যায়, উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস-সংলগ্ন বানজু ক্লিনিক নামের একটি ভুয়া ক্লিনিক খুলে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন ওই ক্লিনিকের মালিক কথিত ডা. হামিদুল হক। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম শনিবার আত্রাই থানার পুলিশসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে ডাক্তারি-বিষয়ক বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ভবিষ্যতে ডাক্তারি পেশায় নিয়োজিত না থাকায় মুচলেকাও তার কাছ থেকে নেয়া হয়। তবে ফার্মাসিস্ট হিসেবে তিনি ওষুধ বিক্রি করতে পারবেন বলে আদালত রায় প্রদান করেন।

এনআই

আরও সংবাদ