ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতির কারাদণ্ড

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৯, ০৯:০৩ পিএম ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতির কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভাঙ্গা প্রতিনিধি হাজী আ. মান্নানকে হত্যার হুমকির মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর মোল্লাকে ১ এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক জিএম নাজমুস সাহাদাত এ রায় প্রদান করেন। লুৎফর মোল্লা কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত্যু গিয়াস মউরীর ছেলে বলে জানা যায়। রায় ঘোষণার সময় লুৎফর আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে দৈনিক যুগান্তর পত্রিকার ১৮ পাতায় ‘ভাঙ্গায় ধরাছোঁয়ার বাইরে ইয়াবা সম্রাট লুৎফর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি লুৎফরের নজরে পড়লে তিনি ক্ষিপ্ত হয়ে যুগান্তর প্রতিনিধিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় ওই দিন ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন আ. মান্নান। এরপর ভাঙ্গা থানার এসআই মানিক আদালতে লুৎফরের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। দীর্ঘদিন শুনানির পর আদালত এ রায় ঘোষণা করেন।

এনআই

আরও সংবাদ