মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত  

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ১০:২৪ এএম মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত  

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রধান সড়কে মোটর সাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম নিজামী (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নিজামী পৌরসভা এলাকার মৃত অ্যাডভোকেট এ কে এম নুরুল হুদার ছেলে। 

স্থানীয়রা জানায়, পথচারী নজরুল ইসলাম নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহতের বিষটি নিশ্চিত করে বলেন, মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে।

কেএসটি

আরও সংবাদ