অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকসহ আটক ১২ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ০৪:৩৫ পিএম অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকসহ আটক ১২ 

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ অবাহত রয়েছে। এক ভারতীয়সহ ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ ডিসেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়। আটকের মধ্যে রয়েছে- ৪ জন পুরুষ, ২ জন নারী ও ৫ অপ্রাপ্ত বয়স্ক শিশু। 

মহেশপুরের খালিশপুর ৫৮-ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, সোমবার ভোররাতে ওইসব ব্যক্তি মহেশপরের ঘুঘরি এলাকায় চলাচলকালে বিজিবি টহল দলের হাতে আটক হন। 
এদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। তিনি থ্রি-হুইলারের চালক হিসাবে ওই বাংলাদেশিদের নিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকেন। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা কাজের সন্ধানে ভরতে যান। সেখান থেকে তারা চাপের মুখে বাধ্য হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারত থেকে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার আরও ৭ ব্যক্তিকে ওই এলাকা থেকে আটক করে বিজিবি।

কেএসটি

আরও সংবাদ