সিলেটে প্রথম দফা করোনা পরীক্ষায় ১১৮ জনের ফলাফল নেগেটিভ

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৯:১২ পিএম সিলেটে প্রথম দফা করোনা পরীক্ষায় ১১৮ জনের ফলাফল নেগেটিভ

সিলেটে গত দুইদিনে প্রথম দফা পরীক্ষায় সন্দেহভাজন ১১৮ জন রোগীর শরীরে করোনাভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি।

পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ এসেছে।

সোমবার (৬ এপ্রিল) থেকে সিলেট বিভাগীয় সদরে শুরু হয় করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম।

সিলেট বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল হিসেবে খ্যাত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে মঙ্গলবার (৭ এপ্রিল) ৯৬ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পরীক্ষা করা হয়েছে আরও ২৪ জনের নমুনা। তাদের সবার রিপোর্ট ‘নেগিটিভ’ এসেছে। তাদের কারও শরীরে করোনাভাইরাসের লক্ষণ নেই।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস সন্দেহে পরীক্ষাকৃত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আপাতত তারা করোনামুক্ত হলেও তাদের আরও বেশি করে সতর্ক থাকতে হবে।

জানা গেছে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও বাসাবাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকা বিভিন্ন ব্যক্তির নমুনা সংগ্রহ করে মঙ্গলবার ও বুধবার ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।

সিলেটে প্রথম ধাপের পরীক্ষায় এর আগে আরও ৯৪ জনের রিপোর্টও নেগেটিভ আসে।

এই নিয়ে প্রথম দফায় গ্রহণ করা মোট ১১৮ জনের রিপোর্টই একসাথে নেগেটিভ হলো। অর্থাৎ প্রথম ধাপে টেস্ট করা কোনও রোগীর শরীরে করোনাভাইরাসের কোনও লক্ষণ নেই।

এসএমএম

আরও সংবাদ