ফাহাদ হত্যাকাণ্ড

প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি ইফতির

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৯, ০৮:৪৬ পিএম প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি ইফতির
ফাহাদ হত্যাকাণ্ডের ফুটেজ-সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত আসামিদের মধ্যে সর্বপ্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইফতি মোশাররফ সকাল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বুয়েট ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউসন বিভাগের কর্মকর্তা উপ-কমিশনার জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

রিমান্ডে থাকা বুয়েটের বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইফতি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে দুপুরে তাকে ঢাকার হাকিম আদালতে নিয়ে যায় পুলিশ। জবানবন্দি নেয়ার পর ইফতিকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন বিচারক।

আবরার হত্যাকাণ্ডের পরপরই সোমবার (৭ অক্টোবর) ইফতিকে গ্রেফতার করে পুলিশ। একইদিন আরও ৯জনকে গ্রেফতার করা হয়। ইফতিসহ ১০ জনকে পাঁচ দিনের রিমান্ড চলছে। 

ফাহাদ হত্যা মামলায় এ পর্যন্ত ১৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তার মধ্যে ইফতিসহ ১২ জন এজাহারভুক্ত আসামি। মামলার আসামিদের মধ্যে সাতজন এখনও পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে রোববার (৬ অক্টোবর) রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

আরএম/এসএমএম

আরও সংবাদ