দুদকের মামলা

কাউন্সিলর মিজানের অবৈধ সম্পদ সোয়া ৩০ কোটি, রাজিবের সোয়া ২৬ কোটি

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ০৮:২১ পিএম কাউন্সিলর মিজানের অবৈধ সম্পদ সোয়া ৩০ কোটি, রাজিবের সোয়া ২৬ কোটি

চলমান ‘শুদ্ধি’ অভিযানে গ্রেফতার হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে পাগলা মিজান ও তারিকুজ্জামান রাজিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারে পাগলা মিজানের বিরুদ্ধে সোয়া ৩০ কোটি ও তারিকুজ্জামান রাজিবের বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান ও সহকারী পরিচালক মামুন চৌধুরী বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পরপরই গত ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। টিমের অপর সদস্যরা হলেন- উপ-পরিচালক মো. জাহাঙ্গির আলম, সালাউদ্দিন আহমেদ, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরি ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

এইচএস/একেএস

আরও সংবাদ