ইমাম মাহাদির সৈনিক হিসেবে যোগ দিতে চাওয়া দুই সদস্য গ্রেফতার

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২০, ০৪:০২ পিএম ইমাম মাহাদির সৈনিক হিসেবে যোগ দিতে চাওয়া দুই সদস্য গ্রেফতার

ইমাম মাহাদির সৈনিক হিসেবে যোগ দিতে চাওয়া আরও দুই সদস্য সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ।

গ্রেফকৃতরা হলেন- আবদুর রহমান (২৯) ও রবিউল ইসলাম (৩৩)। এরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

অভিযানে নেতৃত্ব দেয়া কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তোহিদুল ইসলাম বলেন, বুধবার (৬ মে) বিকেল চারটার দিকে বংশাল থানার সুরিটোলা এলাকা থেকে তাদের প্রথমে সন্দহভাজন হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তাদের সম্পর্কে পাওয়া তথ্য যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে দেশে উগ্রবাদের বিস্তার ছড়িয়ে অপরাধমুলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার (৭ মে) তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, বাংলাদেশি ৩৮ হাজার ৮০০ টাকা এবং ২ হাজার ৪৬০ আমেরিকান ডলার জব্দ করা হয়।

এর আগে কাউন্টার টেরোরিজম বিভাগের একই টিম গত ৪ মে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাবলিগের নামে সৌদি আরব গিয়ে ইমাম মাহাদীর সাথে সাক্ষাতের আশায় একমাস পূর্বে কথিত ‘হিজরত’ করা জেএমবির ১৭ অনুসারীকে গ্রেফতার করেছিল।

গ্রেফতার দেখানো দুজনেই একই মামলার পলাতক অভিযুক্ত এবং ঈমাম মাহাদির সৈনিক হিসেবে হিজরত করতে চাওয়া দলের সদস্য ছিল।

এসএমএম

আরও সংবাদ