১০ মে থেকে ১০টা-৪টা পর্যন্ত শপিংমল খোলা

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২০, ০৯:১৫ পিএম ১০ মে থেকে ১০টা-৪টা পর্যন্ত শপিংমল খোলা
ফাইল ছবি

ঈদ সামনে রেখে আগামী ১০ মে থেকে শপিংমল ও দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৪ মে) প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনা জারি করেছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খোলা এবং বিকাল ৫টার মধ্যে অবশ্যই সব শপিংমল ও দোকান বন্ধ করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এ নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

একই সাথে সন্ধ্যা ৬ টার পরিবর্তে রাত ৮ টার পর বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্দেশনাসমূহ—

● বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
● শপিংমলে আসা যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।
● বেচাকেনার সময় ক্রেতা-বিক্রেতাদের পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
● দোকানপাট এবং শপিংমল বিকাল ৫টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।
● সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।
● ছুটিতে সময়ে আান্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।
● আগে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও নতুন আদেশে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কোনওভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না।

এসএমএম

আরও সংবাদ