• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১, ২০২০, ০৫:২১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২০, ০৫:২১ পিএম

কোভিড-১৯

রমজানে নিত্যপণ্যের গ্রাহক ও চাহিদা কম

রমজানে নিত্যপণ্যের গ্রাহক ও চাহিদা কম

প্রতিবছর রমজানে বাড়তি চাহিদা থাকলেও করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে এ বছর বাজারে গ্রাহক ও চাহিদা কম। কিন্তু গেলো এক বছরের তুলনায় রমজানে বেশকিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে তা মানতে নারাজ ব্যবসায়ীরা। 

প্রতিবছর রমজানে বাড়তি চাহিদার সুযোগে বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা। কিন্তু করোনার প্রভাবে এ বছর সেই চিত্র ভিন্ন। বাজারে গ্রাহক ও চাহিদা কম থাকায় তেমন বাড়েনি রমজানে বাড়তি চাহিদা থাকা পণ্যগুলোর।

টিসিবির তথ্যমতে, এক বছরে আমদানি করা আদার দাম বেড়েছে ১২৩ শতাংশ, মসুর ডাল গড়ে ৫০ শতাংশ, দেশি পেঁয়াজ ৫৮ শতাংশ।

বাজারভেদে বেগুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০-৭০ টাকা, কাঁচামরিচ ৫০-৬০ টাকা, শসা ৫০-৪০ আর লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা।

গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০-৬০০ টাকা, খাসি ৮৫০-৮৮০ টাকা দরে। আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা দরে।  

তবে প্রায় সবধরনের মাছের দাম রয়েছে স্থিতিশীল।

এসএমএম

আরও পড়ুন