এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি

পরীক্ষায় উত্তীর্ণ ৪৯ হাজার ৪১৩ জন

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৫:৫৫ পিএম পরীক্ষায় উত্তীর্ণ ৪৯ হাজার ৪১৩ জন

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে (২০১৯-২০) প্রায় সাড়ে ১০ হাজার আসনের বিপরীতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। এর মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ জন (৪৬.১৩ শতাংশ) এবং মেয়ে ২৬ হাজার ৫৩১ জন (৫৩.৬৯ শতাংশ)।  উত্তীর্ণদের মধ্যে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯০.৫, তিনি একজন ছেলে শিক্ষার্থী। মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৮৯।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ওই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, উত্তীর্ণ সবার মোবাইল নম্বরে ফলাফলের তথ্য পাঠানো হবে। সেই সঙ্গে ওয়েবসাইটেও ফল জানা যাবে।

দেশের ৩৬টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৬৮টি। আর বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৩৯টি।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে মহাপরিচালক আরও জানান, এবার ৭২ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী প্রবেশপত্র নিয়েছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৯ হাজার ৪০৫ জন। যারা ৪০ এর বেশি নম্বর পেয়েছেন তারাই উত্তীর্ণ হয়েছেন।

অনুষ্ঠানে বলা হয়- উত্তীর্ণরা মেধাক্রম অনুসারে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। বাকিরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন।

আরএম/টিএফ

আরও সংবাদ