• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০১৯, ১১:৪৭ এএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০১৯, ০৫:৪৭ পিএম

ঘরে বসে এসএসসি’র ফল জানার উপায়

ঘরে বসে এসএসসি’র ফল জানার উপায়

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যেকোনও মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। মোবাইল ফোনে ফল জানতে SSC/DAKHIL লিখে <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস > রোল নম্বর <স্পেস> ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

সোমবার (৬ মে) মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এদিন সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন।

বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়েও ফল ডাউনলোড করা যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পক্ষ থেকে জানানো হয়, বোর্ড থেকে ফলাফলের কোনও হার্ডকপি সরবারহ করা হবে না। তবে বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে।

আরএম/কেএসটি