প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা রোববার

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০১:১৫ পিএম প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা রোববার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন- ছবি: জাগরণ

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী রোববার (১৭ নভেম্বর)। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন।

তিনি বলেন, এবারের পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন আর ছাত্রী ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। গত বছরের তুলনায় এবার প্রাথমিকে পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২৩ হাজার ৬১৫ জন। আর ইবতেদায়ীতে বেড়েছে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন। যেসব এলাকা ঘূর্ণিঝড় বুলবুলে আক্রান্ত হয়েছে সেসব এলাকার পরীক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হবে না বলেও আশ্বাস দেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন। 

বিস্তারিত আসছে.....

এমএএম/টিএফ

আরও সংবাদ