জেলায় এনআইডি প্রিন্ট বন্ধ করলো ইসি

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০১৯, ০৭:৪৯ পিএম জেলায় এনআইডি প্রিন্ট বন্ধ করলো ইসি

নাগরিকদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে জেলা পর্যায়ে হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানোর কার্যক্রম শুরুর তিন মাসের মাথায় সমস্যায় পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘টেকনিক্যাল’ সমস্যার কারণ দেখিয়ে সোমবার (২৯ জুলাই) থেকে এ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

জেলা কর্মকর্তাদের এমন নির্দেশনা পাঠিয়েছেন এনআইডি অনুবিভাগের সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘টেকনিক্যাল সমস্যার কারণে জেলা নির্বাচন অফিস থেকে হারানো কার্ড প্রিন্ট হচ্ছে না। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হারানো কার্ড প্রিন্ট করা বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।’’

কী টেকনিক্যাল সমস্যা- জানতে চাইলে কর্মকর্তারা বলেন, এনআইডি সার্ভার ডাউন থাকায় মূলত এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এটা সাময়িক।

গত ২০ এপ্রিল (শনিবার) থেকে জেলা পর্যায়ে এনআইডি ছাপানোর শুরু করে নির্বাচন কমিশন। সেবাটি কেবল হারানো কার্ড বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ড উত্তোলনের ক্ষেত্রে দেয়া হতো।

এইচএস/এসএমএম

আরও সংবাদ