ইউনেস্কোয় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন পূজা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯, ০৪:১৭ পিএম ইউনেস্কোয় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন পূজা

প্যারিসে আয়োজিত ইউনেস্কো সম্মেলনে বাংলাদেশের সংস্কৃতি ও নাচের কথা তুলে ধরেন বাংলাদেশি নৃত্যশিল্পী ও নির্দেশক পূজা সেনগুপ্ত।

বুধবার (৪ ডিসেম্বর) জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর সম্মেলনে যোগ দেন তিনি। এসময় বাংলাদেশের সংস্কৃতি ও নাচ তুলে ধরেন তিনি।

পূজা বলেন, এটা ছিল নৃত্য বিষয়ক সম্মেলন। প্রতি দুই বছর অন্তর এমন আয়োজন করে থাকে ইউনেস্কো। ইউনেস্কোর সদর দফতরে এসে নিজের দেশের হয়ে কিছু কথা বলতে পারাটা সত্যি অনেক আনন্দের ব্যাপার।

চলতি বছরের আগস্ট মাসে ইউনেস্কো’র আন্তর্জাতিক ড্যান্স কাউন্সিলের সদস্য হয়েছেন পূজা সেনগুপ্ত ও তুরঙ্গমী স্কুল অব ড্যান্স।

বাংলাদেশে পেশাদারি ভিত্তিতে নৃত্যচর্চা এবং বাংলা সাহিত্যকে অবলম্বন করে বাংলাদেশের নিজস্ব সমসাময়িক নৃত্যধারা তৈরির লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ৩১ জানুয়ারিতে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার প্রতিষ্ঠা করেন পূজা সেনগুপ্ত।

এটিই বাংলাদেশের প্রথম ড্যান্স থিয়েটার ও নৃত্যভিত্তিক রেপার্টরি। তারপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন পূজা এই প্রতিষ্ঠানটি নিয়ে।

টিএফ

আরও সংবাদ