• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৬, ২০১৯, ১২:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৬, ২০১৯, ১২:০৮ পিএম

ভারতে মুসলিম নির্যাতনে ক্ষুব্ধ নুসরাত

ভারতে মুসলিম নির্যাতনে ক্ষুব্ধ নুসরাত

ভারতের সাম্প্রতিক মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে আছেন টালিউড নায়িকা নুসরাত জাহান। এসব নির্যাতন বন্ধে তিনি সোচ্ছার হয়েছেন। সোচ্চার হয়েছেন ভারতের শোবিজ তারকারা। ইতোমধ্যে ৪৯ জন শিল্পী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর খোলা চিঠি লিখেছেন। 

তাদের মধ্যে আছেন- খ্যাতনামা চিত্রপরিচালক অপর্ণা সেন, মণিরত্নম, শ্যাম বেনেগাল, কেতন মেটা, অনুরাগ কাশ্যপ, আদুর গোপাল কৃষ্ণন, কৌশিক সেন, সুমন ঘোষ, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, সংগীতশিল্পী শুভা মুদগল, অনুপম রায়, রূপম ইসলাম প্রমুখ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) বিশিষ্টজনদের মতামতে সমর্থন দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই খোলা চিঠিকে সমর্থন করে তাদের পাশে দাঁড়ালেন টালিউড নায়িকা ও সাংসদ নুসরাত জাহান। সংখ্যালঘুদের উপর অযাচিত অত্যাচার, অসহিষ্ণুতা, ধর্মের নামে হানাহানি নিয়ে মুখ খুললেন তিনিও। 

এই প্রসঙ্গে নুসরাত বলেন, ‘গরুর নামে, ভগবানের নামে মুসলিমদের দাড়ি ও টুপির উপর আক্রমণ বন্ধ করুন। কারণ আমাদের ধর্ম আমাদের শেখায়নি নিজেদের মধ্যে একতা নষ্ট করতে। এই মাটি, এই হিন্দুস্তান আমাদের। এখানে হিন্দু ও মুসলিম ভাই ভাই হিসেবে থাকবেন। কেউ কারো উপর অন্যায়-অত্যাচার করবেন না।’
 
নুসরাত বলেন, ‘২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিগত ৫ বছরে দেশে সবথেকে বেশি আক্রমণ হয়েছে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর। তথাকথিত গোমাতা ভক্তরা একাধিকবার হামলা করেছেন নিষ্পাপ মানুষদের উপর। তবরেজ আনসারি, মহম্মদ আখলাকদের মতো মানুষদের নাম রয়েছে সেই নিপীড়িত ও অত্যাচারিতদের তালিকায়। রাম নামকে জল্লাদের চিৎকারে পরিণত করেছে হিংসুক কিছু উগ্রবাদি হিন্দু সম্প্রদায়। এসব ইস্যু নিয়ে লাগাতার কেন নীরব থেকেছে কেন্দ্রীয় সরকার?’
 
নুসরাত আরো বলেন, ‘গত বছর দেশের উচ্চ আদালতে উন্মত্ত জনতাদের এই কর্মকাণ্ড রোধের জন্য নতুন আইনও পাশ হয়। কিন্তু তারপরও সরকার চুপ! কেন? ধর্মনিরপেক্ষ ভারতের একজন নতুন সাংসদ হিসেবে আমি সরকার এবং সমস্ত আইনপ্রণেতাদের কাছে গণতন্ত্রের উপর গণপিটুনি দেওয়া কঠোর হস্তে দমনের অনুরোধ করছি।’

এসজে