নতুন ১৪৪৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০৬:২১ পিএম নতুন ১৪৪৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় (২২ আগস্ট সকাল ৮টা থেকে) ঢাকাসহ সারাদেশে নতুন করে ১৪৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ভেতরে ৬৮৯ ও বাইরে ৭৫৭ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়- নতুন ১৪৪৬ জন ভর্তি হওয়ায় এ বছর জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তির সংখ্যা ৬১ হাজার ৩৮ এ গড়িয়েছে।

এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৯৫৬ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ৬ হাজার ৩৫ জন। তাদের মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ৩ হাজার ৪১১ জন ভর্তি রয়েছেন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৪৭ জনের মৃত্যু নিশ্চিত করলেও গণমাধ্যমের তথ্যমতে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

আরএম/একেএস

আরও সংবাদ